প্রায় পৌনে ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সাঈদ চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলা দায়েরের পর বাদী নিশ্চিত করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের এএমসিএস টেক্সটাইলস লিমিটেড থেকে মোট ১৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ১০৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তিনটি মামলায়ই এএমসিএস টেক্সটাইলের সাবেক চেয়ারম্যান চাঁদ মিয়াকে আসামি করা হয়েছে।
দুদক সূত্র জানায়, চাঁদ মিয়া কমার্শিয়াল ব্যাংক অব সিলনের গুলশান শাখায় এএমসিএস টেক্সটাইলের হিসাব থেকে তার স্ত্রীর হিসাবে ১২ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ১০৩ টাকা স্থানান্তর করে তা আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগে গুলশান থানার মামলায় চাঁদ মিয়া ও তার স্ত্রী রাশেদা খাতুনকে আসামি করা হয়েছে।
একই ব্যাংকের ধানমণ্ডি শাখায় এএমসিএস টেক্সটাইলের হিসাব থেকে ১ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা সরানোর অভিযোগে চাঁদ মিয়াসহ পাঁচজনকে আসামি করে ধানমণ্ডি থানায় আরেকটি মামলা করা হয়। বাকি চারজন হলেন এএমসিএস টেক্সটাইলের সাবেক এমডি জিল্লুর রহমান, মহিউদ্দিন শিকদার, আসলাম মিয়া ও আবু সাঈদ চৌধুরী।
এছাড়া প্রাইম ব্যাংকের মতিঝিল সাধারণ বিমা করপোরেশন শাখায় এএমসিএস টেক্সটাইলের হিসাব থেকে ৭ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চাঁদ মিয়াকে আসামি করে মতিঝিল থানায় আরেকটি মামলা করা হয়। ওই টাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে বলে দুদক প্রমাণ পেয়েছে। কিন্তু নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় নজরুল ইসলাম নিহত হওয়ায় তাকে মামলায় আসামি করা হয়নি।




Discussion about this post