আশুলিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় আড়াই মণ গাঁজাসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে র্যাব-৪।
আটকরা হলেন- মো. হারেজ (৬০), তার স্ত্রী ছখিনা বেগম (৪০) ও বোন নাজমা বেগম (৩০)। তাদের বাড়ি মানিকগঞ্জের ঘিওর থানার শোলপাড়া গ্রামে।
ৠাব-৪ এর নবীনগর ক্যাম্পের সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে এ গাঁজা মজুদ করে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
Discussion about this post