বিচারকের চোরাই ক্রেডিট কার্ডের মাধ্যমে জাল সইতে পণ্য বিক্রির পর বিষয়টি অস্বীকার করে কার্ডের আসল মালিককে অসহযোগিতা করায় তিনটি সুপার শপের ৬ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত। গত সোমবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথের পক্ষে তার আত্মীয় অ্যাডভোকেট উপল কান্তি নাথের দায়ের করা মামলা আমলে নিয়ে এ আদেশ দেন।<br /> আসামিরা হলেন, জাকির হোসেন রোডে অবস্থিত ‘খুলশী মার্টের’ কর্মকর্তা সাকের হোসেন, নেজাম উদ্দিন, মারজাহান আলো, গোল পাহাড় মোড়ে অবস্থিত ‘স্বপ্ন’ সুপার শপের মোহাম্মদ শাহাদাত, শাহ রিয়াজ এবং আফমি প্লাজাস্থ ‘আগোরা’র মো. সরোয়ার।<br /> বাদীপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নিখিল কুমার নাথ গণমাধ্যমকে জানান, নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ গত ২২ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে তার ডাচ বাংলা ব্যাংকের মাষ্টার ক্রেডিট কার্ডটি চুরি হয়ে যায়। বিষয়টি জানার পর তিনি ব্যাংকে যোগাযোগ করলে তার এই কার্ড ব্যবহার করে চারটি সুপার শপ থেকে বাজার করার তথ্য জানতে পারেন বিচারক। এরপর বিচারক এ ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পনের পাশাপাশি জাকির হোসেন রোডের খুলশী মার্ট, গোল পাহাড় মোড়ের স্বপ্ন, আফমি প্লাজার আগোরা ও জিইসি মোড়ের বাটা শো রুমে যোগাযোগ করেন।<br /> তিনি জানতে পারেন, চোরাই করা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে জাকির হোসেন রোডের খুলশী মার্ট থেকে ৭ হাজার ৪২৯ টাকা, গোল পাহাড় মোড়ের স্বপ্ন থেকে ১০ হাজার ১২৭টাকা, আফমি প্লাজার আগোরা থেকে ১০ হাজার ৩৩৪ ও জিইসি মোড়ের বাটা শো রুম থেকে ৩ হাজার ৪৭০ টাকার পণ্য সামগ্রী কেনা হয়। তবে ক্রেডিট কার্ডের প্রকৃত মালিকের সই না মেলার পরও পণ্যসামগ্রী বিক্রির বিষয়টি বুঝতে পেরে বাটার শো রুমে দায়িত্বরত কর্মকর্তারা ক্ষমা চাইলেও এই ব্যাপারে বিচারককে স্বপ্ন, আগোরা ও খুলশী মার্টের কর্মকর্তারা অসহযোগিতার পাশাপাশি উল্টো নানাভাবে নাজেহাল করেন। তাই তিনি তার নিকটাত্মীয় অ্যাডভোকেট উপল কান্তির মাধ্যমে আদালতের আশ্রয় নেন।<br /> মামলার এজাহারে বাদী আসামিদের বিরুদ্ধে ৪১১/৪১৩/৪১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনলে আদালত মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে করা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার আদেশ দেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ।</p>
Discussion about this post