সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসান এর আদালতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষী অনুপস্থিত থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। গত বৃহস্পতিবার মামলার সাক্ষ্যগ্রণের জন্য তারিখ ধার্য থাকলেও সাক্ষী না আসায় সাক্ষগ্রহণ হয়নি। আগামী ৬ জানুয়ারি মামলার পরবর্তী সাক্ষগ্রহণের তারিখ ধার্য করেছেন বিচারক। এ নিয়ে ১৩ দফা পেছানো হলো আলোচিত এ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ। এর আগে অভিযোগপত্র গঠনের সময়ও কারাগারে আটক থাকা আসামিদের অনুপস্থিতির কারণে টানা ৯ দফা তারিখ পেছানোর পর গত ১৩ সেপ্টেম্বর সকল আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করেছিলেন আদালত। গত বুধবারও একই কারণে সাক্ষ্যগ্রহণ হয়নি। সাক্ষী কিংবা আসামির অনুপস্থিতির কারণে দেশে-বিদেশে আলোচিত এই হত্যা মামলার সাক্ষগ্রহণের তারিখ পেছাচ্ছেই। ফলে হত্যাকাণ্ডের দশ বছর পার হতে চললেও মামলার কোনো কুল-কিনারা হচ্ছে না।<br /> ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়া কারাগারে আটক সব আসামি গত বৃহস্পতিবার এজলাসে উপস্থিত ছিলেন।<br /> তিনি বলেন, বৃহস্পতিবার সকালে মামলার অন্যতম আসামি হুজির শীর্ষ জঙ্গি মুফতি হান্নান, হবিগঞ্জের সাময়িক বরখাসস্তকৃত মেয়র জিকে গউছসহ ১২ আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়া এ মামলায় জামিনে থাকা আরও আট আসামি সাক্ষ্যগ্রহণের সময় এজলাসে হাজির ছিলেন।<br /> চাঞ্চল্যকর এ হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন। তবে গত ১০ ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতিতেই তিন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ করেছিলেন আদালত।<br /> গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান। ওইদিন সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।<br /> প্রসঙ্গত, টানা ৯ দফা চার্জগঠনের তারিখ পেছানোর পর গত ১৩ সেপ্টেম্বর সাবকে অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলার কারান্তরীণ ও জামিনে থাকা সকল আসামির উপস্থিতিতে মোট ৩২ জনকে অভিযুক্ত করে চার্জগঠন করা হয়।</p>




Discussion about this post