খুলনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় ও আরেকজন পানিতে ডুবে মারা গেছেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, পেশাগত কাজে শনিবার (২৬ ডিসেম্বর) বিশ্বজিৎ খুলনা শহরে আসেন। দুপুরে খুলনা থেকে ফেরার পথে পাইকগাছা দেলুটি দুর্গাপুর পৌছালে ধান ভর্তি একটি নসিমন অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মটর সাইকেলটি পাশের খাদে পরে যায়।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল ভর্তি (খুমেক) করা হলে রাত ৮টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মোটরসাইকেলটি ভাড়ায় চালিত। চালকের পেছনে ছিলেন বিশ্বজিৎ। মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
এদিকে একই দিনে শিয়ালি পুলিশ ক্যাম্পের কনষ্টেবল আব্দুল কাদের ক্যাম্পের সামনের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।
পাইকগাছা ও রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুটি মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।




Discussion about this post