পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে হাতের হাড় ভেঙে দেয়ার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৯টায় শহরের খানপুর এলাকা থেকে স্বামী আমির হোসেনকে (৩৫) আটক করা হয়।
নির্যাতনের শিকার গৃহবধূর নাম রূপালী আকতার (২৩)। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার নিন্দুপুর গ্রামের আলী আশরাফের মেয়ে।
রূপালীর বড় ভাই আলম জানান, ৭ বছর আগে নারায়ণগঞ্জ শহরের মজিদ খানপুর এলাকার খলিল মিয়ার ছেলে আমীর হোসেনের সঙ্গে রূপালীর বিয়ে হয়। বিয়ের পর থেকে আমির হোসেন প্রায় সময় যৌতুকের জন্য রূপালীকে মারধর করে বাড়ি থেকে টাকা আনাতো। সম্প্রতি ৮০ হাজার টাকা ও পরে বিদেশ যাওয়ার কথা বলে ২ লাখ টাকা যৌতুক নেয়। আবারও বিদেশ যাওয়ার কথা বলে শনিবার সকাল ৮টায় বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা নিয়ে আসার জন্য রূপালীকে বলেন স্বামী আমির হোসেন।
এতে রূপালী অস্বীকার করলে ৬ বছরের শিশু রোজমনির সামনে তাকে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায়। মারধরের কারণে ফ্লোরে পড়ে গিয়ে রূপালীর বাম হাতের হাড় ভেঙে যায়। এ সময় মা ও মেয়েকে ঘরে রেখে বাইরে থেকে তালা মেরে চলে যান আমির। পরে আশপাশের লোকজনের ফোন পেয়ে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে এসে থানায় অভিযোগ করেন নির্যাতিতার স্বজনরা। প্রায় ১৩ ঘণ্টা আটক থাকার পর রাত ৯টায় ওই গৃহবধূ ও তার সন্তানকে উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, অভিযোগ পেয়ে বখাটে স্বামী আমির হোসেনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ওই গৃহবধূকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।




Discussion about this post