নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সামরিক কমাণ্ডারের আস্তানা থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে।
এর আগে রোববার রাতে একই ঘটনায় আরও দু’টি মামলা হাটহাজারী থানায় দায়ের হয়েছিল।
হাটহাজারী থানার ডিউটি অফিসার এস আই আব্দুল আজিজ বলেন, সন্ত্রাস দমন আইন, ২০১২ এর ৮, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় আটক তিনজন এবং পলাতক একজনসহ মোট চারজনকে আসামি করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর কাজীর দেউড়ি থেকে নাইমুর রহমান, নালাপাড়া থেকে ফয়সাল মাহমুদ ও কসমোপলিটন এলাকা থেকে মো. শওকত রাসেলকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী আমানবাজারে জেএমবি আস্তানায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গুলি, অস্ত্র, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। ওই আস্তানায় জেএমবির বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সামরিক কমান্ডার ফারদিন ওরফে পিয়াস থাকতেন।
আটক তিনজনই চবি’র পদার্থ বিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে।




Discussion about this post