বরিশালের ভাসানচর নদীতে অভিযান চালিয়ে জাটকা, বেহেন্দি জাল ও নৌকাসহ দুই জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টায় তাদের বরিশালে আনা হয়। এরা হলেন-আতিক (২৫) ও মো. সবুজ (২৭)।
মৎস্য কর্মকর্তা (ইলশ) বিমল দাস বলেন, নিষিদ্ধ বেহেন্দি জাল পেতে জাটকা ও অনান্য মাছ নিধন করা হচ্ছে, এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই জেলেকে দেড় মণ জাটকা ও কাচকি মাছসহ আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়।
আটক জেলেদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়েছে এবং মাছগুলো দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।




Discussion about this post