চার ‘জঙ্গি’র ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান। কোহাত কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয় বলে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে হত্যা, আত্মঘাতী বোমা হামলা, অপহরণ করে মুক্তিপণ আদায় ও সন্ত্রাসী সংগঠনকে অর্থায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে চার জঙ্গির ফাঁসি কার্যকর করে পাকিস্তান। গত বছর পেশোয়ারে সেনাবাহিনীর স্কুলে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার দায়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।




Discussion about this post