শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থীরা জয়লাভ করেছেন।
এরআগে আইনজীবী সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অ্যাড. আবুল কালাম আজাদ সভাপতি ও অ্যাড. জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ সভাপতি অ্যাড. মো. আবু সাঈদ, অ্যাড. মো. আলমগীর হোসেন হাওলাদার, সহ সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. এনামুল হক (সবুজ) ও অ্যাড. মনিরুজ্জামান খান দিপু, কোষাধ্যক্ষ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অ্যাড. সৈয়দ ফেরদৌস কবির (সিদ্দিকী), লাইব্রেরি সম্পাদক অ্যাড. এম এম মনিরুজ্জামান (ইমরান), সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. মুরাদ হোসেন মুন্সী, প্রচার সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অ্যাড. মো. মাহবুবুর রহমান খান (স্বপন), সদস্য অ্যাড. মো. নুরুল হক হাওলাদার, অ্যাড. আসাদুজ্জমান জুয়েল, অ্যাড. ছায়েদুর রহমান (ছাইদ), অ্যাড. মৃধা নজরুল কবির ও জাকির হোসেন আকন।




Discussion about this post