নিম্ন আদালতে বিচারক সঙ্কট ও মামলা জটের কথা বিবেচনা করে সহকারী জজ পদে ১০০ জনকে নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।<br /> সূত্র জানিয়েছে, এরই মধ্যে জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নবম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীা-২০১৪ এর লিখিত পরীার উত্তীর্ণদের মৌখিক পরীা সম্পন্ন হয়েছে। লিখিত পরীায় উত্তীর্ণ ৪১৯ জন প্রার্থীর মধ্যে মৌখিক পরীার পর ১০০ জনকে স্বাস্থ্য পরীার জন্য ডাকা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ঢাকার চারটি সরকারি হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীার কথা রয়েছে। এর মাধ্যমে শিগগিরই এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সূত্র উল্লেখ করেছে।<br /> অন্য একটি সূত্রে জানা গেছে, অধঃস্তন আদালতে সহকারী জজ থেকে জেলা জজ পর্যায়ের মোট ১৬৫৫টি পদের মধ্যে বর্তমানে ৪৫৭টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে জেলা জজ ও সমপর্যায়ের ১৮৮টি পদের মধ্যে শূন্য রয়েছে ২৯টি। অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের পদ রয়েছে ১৯৫টি। এর মধ্যে ১২টি পদ শূন্য আছে। যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের পদ আছে ২৭৬টি। এর বিপরীতে শূন্য রয়েছে ১৩০টি পদ। সিনিয়র সহকারী জজ ও সমপর্যায়ে ৪৪২টি পদের বিপরীতে ৭৩টি শূন্য এবং সহকারী জজ ও সমপর্যায়ের ৫৫৪টি পদের বিপরীতে ২১৩টি পদ শূন্য রয়েছে।<br /> জানা গেছে, বর্তমানে নিম্ন আদালতে ২৭ লাখ ১৩ হাজার ৩৭৩টি মামলা বিচারাধীন আছে। এ সংখ্যা দিন দিন আরো বাড়ছে। এসব মামলার বিপরীতে বিচারকের সংখ্যা এক হাজার ৯৪ জন। সে হিসাবে একজন বিচারকের বিপরীতে নিষ্পত্তির জন্য মামলা পড়েছে দুই হাজার ৪৮০টি। এ দিকে পদ শূন্য রেখেই প্রেষণে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগে বদলির আদেশ দেয়া হচ্ছে। প্রেষণে যত না বিচার বিভাগে তার চেয়ে বেশি বদলি করা হচ্ছে নির্বাহী বিভাগে।</p>




Discussion about this post