
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম আমীর-উল-ইসলামের ৮০ তম জন্মদিন আজ পালিত হয় সুপ্রিম কোর্ট মিলনায়তনে। তিনি দলমত নির্বিশেষে আইনজীবীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম, ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট আবদুল্লাহ আবু, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, অ্যাডভোকেট নুরুল ইসলাম এমপি, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া প্রমুখ।
সম্মিলিত আইনজীবী পরিষদের আহবায়ক ব্যারিস্টার আমীর-উল-ইসলাম ১৯৭১ সালের ১০ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের অন্যতম রচয়িতা। এছাড়া তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন।



Discussion about this post