
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি পেয়ে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন তিনজন।
বিচারপতিরা হচ্ছেন- বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি বজলুর রহমান ও বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
রাষ্ট্রপতির নির্দেশে আইন মন্ত্রণালয় রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আইন সচিব আবু সালেহ মো. জহিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (০৮ ফেব্রুয়ারি) নবনিযুক্ত বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সকালে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।



Discussion about this post