প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে অভিনয়শিল্পী নোভাকে বিয়ে করায় নাট্যনির্মাতা রায়হান খানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
জনপ্রিয় নাট্যনির্মাতা সাইফুল ইসলাম খান প্রকাশ রায়হান খান বর্তমানে পলাতক আছেন।
সংশ্লিষ্ট আদালতের কৌসুলি ও সহকারি পিপি অ্যাডভোকেট উজ্জ্বল কান্তি সরকার জানান, রায়হান খান ২০০৫ সালের ৫ মে নগরীর হালিশহরের বাসিন্দা ফারহানা আফরোজ হান্নাকে পারিবারিকভাবে বিয়ে করেন। এরপর প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে ২০১১ সালের ১১ নভেম্বর তিনি নোভাকে বিয়ে করেন।
২০১৪ সালের ২ অক্টোবর হান্না বাদি হয়ে মুসলিম পারিবারিক আইনের ৬ (৫) ধারায় রায়হান খানের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৬ মে রায়হান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় দু’জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায়হান খানকে কারাদণ্ড দিয়েছেন।



Discussion about this post