শেরপুর জেলা কারাগারে থাকা মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে।
জুয়ের মিয়া (৩০) নামে ওই আসামি শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মারা যান। অসুস্থতা অনুভব করলে হাজত থেকে তাকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।জুয়ের মিয়া শেরপুর সদর উপজেলার নবীনগর এলাকার নুরুল মিয়ার ছেলে।
শেরপুর জেলা কারাগারের জেলার মো. ঈসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে পেটে ব্যথা উঠলে তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে হাসপাতালে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ০৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬



Discussion about this post