আইন শৃংখলা বাহিনীকে আরো কঠোর হতে হবে-ব্রাহ্মণবাড়িয়া সিজেএম মোঃ মনির কামালআদালত প্রতিবেদক সমাজের অসহায়, নিরীহ ও সাধারণ লোকজন যেন অযথা হয়রানী না হয় সে দিকে লক্ষ্যে রাখতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বিভিন্ন অপরাধ মুক্ত রাখতে কঠোর হতে হবে। পুলিশ-ম্যাজিস্ট্রেট সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান সম্ভব বলেছেন- ব্রাহ্মণবাড়িয়া সিজেএম মোঃ মনির কামাল ।<br /> গতকাল শনিবার ১৩ ফেব্র“য়ারী বিকাল ৩ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।<br /> বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহ্মেদ এর সঞ্চালনায় তিনি আরো বলেন চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীকে আরো কঠোর হতে হবে।< অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এম, এ মাসুদ, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুনিরা সুলতানা, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহার, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সানজিদা আফরিন দিবা বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন, ১২নং ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ আহসান হাবীব, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্ট পিপি এডঃ নুর মোহাম্মদ জামাল, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতির সভাপতি এডঃ সারোয়ার-ই আলম, সাধারণ সম্পাদক এডঃ সৈয়দ আব্দুল কবির তপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ এ,কে এম হুমায়ূন কবির, ডেপুটি জেলার মোঃ হুমায়ূন কবির, পুলিশের কোর্ট পরিদর্শক মোঃ মাহাবুব এবং জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগন এবং চীফ জুডিডিসয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন চীফ জুডিসিয়াল আদালতের অফিস সহায়ক মনোয়ার আলী।</p>



Discussion about this post