প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কমলগঞ্জ উপজেলায় আলীনগর ইউনিয়নের তিলকপুরে বাড়ির পাশে জমিতে গত সোমবার সকালে একটি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও র্যাব ঘটনাস্থল থেকে বিকেল ৪টার দিকে সিলেট থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পরিক্ষা-নিরীক্ষার পর বসুন্ধরা এলপি গ্যাসের সিলিন্ডার বলে নিশ্চিত করে। তবেএকটি ম্যাপ, নাম ও মোবাইল নম্বর সম্বলিত আল-ফালাহ যুবসংঘের একটি কার্ড এবং ওসামা বিন লাদেন প্রতিকৃতির পাসপোর্ট আকারের একটি ছবি উদ্ধার করা হয়েছে। ছবির পেছনে খালেদ আহমদ লেখা ছিল। আগামী ১১ মার্চ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও তালিমুল কোরআন মাদরাসা সংলগ্ন মাঠে আল-ফালাহ যুব সোসাইটির উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। এ ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ওহাবী ও সুন্নী মতাদর্শী দুটি গ্রুপের মধ্যে মতানৈক্য চলছে বলেও জানান এলাকাবাসী।<br /> কমলগঞ্জ থানার ওসি এনামুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি কাউকে ফাঁসানোর জন্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।</p>




Discussion about this post