
রাজধানী ঢাকার বাড়িওয়ালাদের কাছ থেকে পুলিশের ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে, তিনি তথ্য সংগ্রহ না করতে পুলিশকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি বিট পুলিশিং নিয়ে মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ১৫ মার্চের মধ্যে নাগরিকদের তথ্য সংগ্রহ করতে হবে। রাজধানীর সব বাসায় ফরম পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে অনেক ফরম ফেরত পেয়েছে, অনেক ফরম পায়নি। যা ১৫ তারিখের মধ্যে শেষ হবে। পরে তা ব্যাকআপের কাজ শুরু হবে।




Discussion about this post