প্রথম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সমর্থকরা জীবন্ত ঘোড়া ভাড়া করে প্রচারণা চালানোয় এক চেয়ারম্যান পদপ্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবি চন্দ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আসন্ন নির্বাচনে লাবণ্য আক্তার প্রতীক হিসেবে ঘোড়া বরাদ্দ পেয়েছেন। এ কারণে প্রার্থীর দুই সমর্থক জীবন্ত ঘোড়া ভাড়া করে এনে গ্রামে গ্রামে প্রচারণা চালাচ্ছিলেন। অপর এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ঘোড়াসহ তাদের আটক করে পুলিশে দেন।
তিনি আরো জানান, বিকেলে আটক দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ঘোড়া নিয়ে প্রচারণায় না নামার শর্ত দেন। পরে প্রার্থী শর্ত মেনে জরিমানা দিয়ে ঘোড়াসহ সমর্থকদের ছাড়িয়ে নিয়ে যান।




Discussion about this post