
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা জাতিসংঘের একটি অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
মঙ্গলবার (০৮ মার্চ) সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারি তথ্য বিবরণীতে বলা হয় ‘রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতকালীন অর্থাৎ আগামী ৯ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত অথবা তাঁর যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।’




Discussion about this post