বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বখাটে ফরিদ উদ্দিনের ধর্ষণের শিকার মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। বিক্ষুদ্ধ গ্রামবাসী ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রোববার (১৩ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে।
ধর্ষক উপজেলার থালতা মাজগ্রাম মাদ্রাসাপাড়ার বাদশা মিয়ার ছেলে। নিহত মাদ্রাসা ছাত্রী একইগ্রামের জামেদ আলীর মেয়ে। স্থানীয় মাজগ্রাম এম এ সিনিয়র ফাযিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, শনিবার (১২ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় বখাটে ফরিদ উদ্দিন একইগ্রামে পাশাপাশি অবস্থিত ওই মাদ্রাসা ছাত্রীর ঘরে প্রবেশ করে। এরপর রাতভর সে মেয়েটিকে ধর্ষণ করে।
এক পর্যায়ে ভোর হলে মেয়ের বাবা জামেদ আলী মেয়েকে ডাকতে তার ঘরে যায়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি প্রতিবেশিদের ডেকে আনেন। তারা দরজায় ধাক্কাধাক্কি শুরু করলে ধর্ষক জানালা দিয়ে পালিয়ে যায়। এসময় বিক্ষুব্ধ গ্রামবাসী ধাওয়া করে তাকে ধরে ফেলে।
পরে রোববার (১৩ মার্চ) বেলা ১২টার দিকে গ্রামবাসী ধর্ষককে পুলিশে সোপর্দ করে।
এদিকে ধর্ষণের শিকার মেয়েটিকে উদ্ধার করে পরিবারে লোকজন দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথিমধ্যে মেয়েটি মারা যায়।
নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষক ফরিদ উদ্দিন আটক রয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
Discussion about this post