মঈন উদ্দিন ইলাহী,নিউজ এডিটর বিডি ল নিউজ ডটকমঃকুমিল্লা দেবিদ্বার উপজেলার মুগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ও ১৪ মার্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মানিক মিয়া সরকার ও মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় এবং কাজী সুলতান আহম্মেদর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের ২নং ইউসুফপুর ইউনিয়নের সভাপতি মোস্তফা কামাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সেকশন অফিসার মোহাম্মদ এমদাদুল হক, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাণুরাগী হাজী মোঃ আব্দুল মাজেদ চৌধুরী, এই ইউনিয়নের বর্তমান মেম্বার মোঃ নোয়াব মিয়া, এগারগ্রাম বাজার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ জালাল উদ্দিন, গোলাম রাব্বানী, শেখ মোঃ মাকছুুদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন শেখ মোঃ সেলিম, মোঃ গোলাম মোস্তফা, শেখ আঃ বারিক ও হাজী আঃ মালেক মাস্টারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদন্ড এই বিদ্যালয়টি একটি উজ্জ্বল প্রদীপ। আমি এই উজ্জ্বল প্রদীপটিকে আরও প্রজ্জ্বালিত করার জন্য সর্বাতœক প্রচেষ্টা চালিয়ে যাবো।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ এমদাদুল হক ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের গান ও নৃত্য পরিবেশনায় অনুষ্ঠান প্রানবন্ত হয়ে উঠে।




Discussion about this post