নগরীর বায়জিদ থানার চন্দ্রনগর এলাকা থেকে এক ধর্ষক ও তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব পরিচয়ের জের ধরে দুই নম্বর গেইট এলাকার একটি পোশাক কারখানার এক নারী শ্রমিককে উত্ত্যক্ত করে আসছে হাসান। শুক্রবার সন্ধ্যায় চৌধুরী নগরের খালার বাসা থেকে ফেরার পথে চন্দ্রনগর এলাকায় নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে জোর পূর্বক তাকে ধর্ষণ করে। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
বায়জিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, ধর্ষণের শিকার ওই নারী শুক্রবার রাত ১১টায় থানায় অভিযোগ করলে রাতভর অভিযান চালিয়ে ধর্ষক হাসান ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।




Discussion about this post