চুয়াডাঙ্গার দামুড়হুদায় অস্ত্র ও গুলিসহ দুলু মিয়া (৩০) নামে গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়াবকরি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলু মিয়া উপজেলার ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ২৬ ডিসেম্বর রাতে ৫/৬ জন দুর্বৃত্ত কালিয়াবকরি গ্রামের এক গৃহবধূকে (৪০) নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে পার্শ্ববর্তী মাঠে গণধর্ষণ করে। দুলু ওই গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, তাকে গ্রেফতার করে থানা কাস্টডিতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বিকেলের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।



Discussion about this post