
ঝালকাঠিতে বড় ভাইকে গলা কেটে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া আরো এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
সোমবার (২৮ মার্চ) জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন ওরফে আজমুল পলাতক রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিরোধের জেরে ঝালকাঠির কাঁঠালিয়ার উত্তর বাঁশবুনিয়া গ্রামের মোটরসাইকেল চালক মো. আলামীনকে গলা কেটে হত্যা করে ভাই নাজমুল ও তার সহযোগী বেল্লাল। পরদিন সকালে বাড়ির কাছে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।
এই ঘটনায় নিহতের বাবা জিয়াউল হক বাদী হয়ে পরদিন কাঁঠালিয়া থানায় হত্যা মামলা করেন।




Discussion about this post