শুক্রবার ভোর থেকে দিনভর অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈর নেতৃত্বে কোস্ট গার্ড অভিযান চালিয়ে এই জাটকা আটক করে।
পরে আটক জাটকা ইলিশ পটিয়া পৌর সদরসহ উপজেলার প্রায় শতাধিক এতিমখানা ও মাদ্রাসায় দেয়া হয়।
জাটকাবহনকারী নৌকার মাঝি মো, সাদ্দাম জানান, কর্ণফুলী নদীতে ‘রিটাং ওয়ান’ নামের একটি জাহাজে বৃহস্পতিবার রাতে জাটকাগুলো আনা হয়। সেগুলি চট্টগ্রাম নগরীর বাংলা বাজার ঘাট থেকে ফিশারিঘাট নেওয়ার কথা ছিল।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ হলেও একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী থেকে জাটকা ধরে দেশের বিভিন্নস্থানে বাজারজাত করে আসছিল। শুক্রবার অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ কেজি (১৬৫ মন) জাটকা ইলিশ জব্দ করা হয়।





Discussion about this post