দলের মধ্যে থাকা ‘খোন্দকার মোশতাকরা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার নীলনক্সা করছে বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
রোববার (১৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।
মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে যুদ্ধাপরাধীমুক্ত করছেন। তাকে হত্যার জন্য একাধিকবার হামলা হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। এরপরও তাকে হত্যার নীলনক্সা বন্ধ হয়নি। কারণ দলের মধ্যে এখনও খোন্দকার মোশতাকরা ঘাপটি মেরে আছে। তারাই শেখ হাসিনাকে হত্যার নীলনক্সা করছে। এদের চিহ্নিত করে নিশ্চিহ্ন করতে হবে।
তিনি বলেন, মুজিবনগর সরকার স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের শিকড়। এই সরকার গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ বিশ্বে বৈধতা পেয়েছে।
সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের উদিত সূর্য। যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল তারা পরাজিত হয়েছে। তাদের প্রতিহত করে আমরা সোনার বাংলার অধিবাসি হতে যাচ্ছি। সকল সংকীর্ণতা ও ব্যক্তিস্বার্থ পরিহার করে মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার সংকল্পই হলো মুজিবনগর দিবসের তাৎপর্য।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, সদস্য বখতিয়ার উদ্দিন খান, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, নগর যুবলীগের দেলোয়ার হোসেন খোকা, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।




Discussion about this post