গাজীপুরে প্রধান শিক্ষকের অপসারণ ও গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপিড়নের অভিযোগ এনে শিক্ষার্থীরা এ দাবি জানায়। এ সময় তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে।আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ২০১৫ সালের আগস্টে বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেনের বিরুদ্ধে ৯ম শ্রেণির দুই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির কাছে ওই দুই ছাত্রীর অভিভাবক ও এলাকাবাসী লিখিত অভিযোগ দেয়।
অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে পরিচালনা কমিটি।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলম সরকার জানান, ছাত্রী যৌন নির্যাতনের বিষয়টি প্রথমিকভাবে প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষক বাবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া গাজীপুর আদালতে তার বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং নারী ও শিশু নির্যাতনের পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি ওই প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছেন এবং আমাদের কাছে লিখিত অভিযোগ করেছেন।
এ ঘটনায় ১৬ এপ্রিল শিক্ষা বোর্ডের নির্দেশে ওই বিদ্যালয়ে গিয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত এখনও চলছে, যোগ করেন তিনি।




Discussion about this post