বেশ কয়েক বিঘা জায়গা নিয়ে মনমথপুর কবরস্থান। যার চারদিক ইটের শক্ত প্রাচীরে ঘেরা। প্রবেশ পথটিও বেশ চওড়া। প্রবেশ ফটকে লাগানো রয়েছে স্টিলের তৈরি শক্তিশালী দরজা। যা দেখতে চার কোণাকৃতির। দরজা দিয়ে ঢুকতে বাম পাশে নলকূপ চোখে পড়বে।
কবরস্থানের ভেতরে রয়েছে নিম, শিমুল, মেহগনী, কড়াই, বাঁশসহ বিভিন্ন প্রজাতির গাছপালা। আছে ছায়া সুনিবিড় পরিবেশ। এ কবরস্থানেই বাবা-মায়ের কবরের পাশে চিরনিন্দ্রায় শায়িত করা হয়েছে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে।
বুধবার (১১ মে) সকালে পাবনার সাথিয়া উপজেলার ধোপদহ ইউনিয়নের মনমথপুর গ্রামের কবরস্থান ঘুরে এমন পরিস্থিতির কথাই জানা যায়।
নিজামীর ভাতিজা শহিদুল হক ও চাচাতা ভাই বাচ্চু খানসহ বেশ কয়েকজন স্বজন জানান, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ওপর নিজামী ও তার পরিবারের লোকজন এই কবরস্থান গড়ে তোলেন। ১৯৮৩ সাল থেকে পারিবারের সদস্যদের এই কবরস্থানে সমাহিত করা হয়।
কবরস্থানটিতে শায়িত আছেন নিজামীর দাদা, বাবা, মা, বোনসহ বিভিন্ন স্বজন। তবে নিজামীকে দাফন করার আগে কবরস্থানটি ছোটখাটো জঙ্গলে ছেয়ে ছিল। মঙ্গলবার (১০ মে) ফাঁসির রায় কার্যকরের খবর পেয়ে পরিবারের লোকজন সেই জঙ্গল কেটে পরিষ্কার করেন।বাংলানিউজ
Discussion about this post