সাম্প্রতিক সময়ে ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু, মানবাধিকারকর্মী, বিদেশী নাগরিক ও আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ নিরীহ মানুষের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)কূটনীতিকরা।
রোববার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎকালে তারা এ উদ্বেগের কথা জানান।
ইইউ’র ঢাকা অফিস এক বিবৃতিতে বলা হয়, রোববার তাদের প্রতিনিধিরা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ উদ্বেগের কথা তুলে ধরেন।
এতে বলা হয়, ইউরোপীয় কূটনীতিকরা সাম্প্রতিক সময়ে ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু, মানবাধিকার কর্মী, আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা ও বিদেশীদের ওপর একের পর এক বর্বর হামলার বিষয়ে আলোকপাত করেন।
এসব হামলা মানবাধিকার, বাকস্বাধীনতা ও বিশ্বাসের প্রতি ‘নজিরবিহীন হুমকি’ তৈরি করেছে বলে মন্তব্য করেন তারা।
বিবৃতিতে বলা হয়, ‘মুক্ত, সহনশীল এবং স্থিতিশীল ও সম্ভাবনাময় বাংলাদেশের যে ভাবমূর্তি বহিঃবিশ্বে রয়েছে এসব ঘটনায় তা ক্ষুণ্ন হতে পারে।’
এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে এবং ‘ঝুঁকিতে’ থাকা সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করে ‘সহিংসতার এই চক্র’ ভাঙার আহ্বান জানায় ইইউ।
সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ইউরোপের অংশীদারত্ব ও সহযোগিতা আরও জোরদার করারও প্রস্তাব দেন মিশনের প্রধানেরা।
জঙ্গিবাদ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে গণতান্ত্রিক জবাবদিহি, বাক স্বাধীনতা, শক্তিশালী গণমাধ্যম, সহনশীলতা বৃদ্ধি এবং সুশীল সমাজের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেন তারা।
এছাড়া অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থানের কথাও মন্ত্রীর সামনে পুনর্ব্যক্ত করেন বলে বিবৃতিতে জানানো হয়।
এদিকে সাম্প্রতিক সময়ে সংঘটিত ৩৭টি হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠন জড়িত বলে স্বীকার করেছেন শিল্পমন্ত্রী ও আইনশৃংখলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু।
দুপুরে সচিবালয়ে কমিটির বৈঠক শেষে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ৩৭টি হত্যার ঘটনার মধ্যে ২৫টির সঙ্গে সরাসরি জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জড়িত।
আর আটটির সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এবং বাকি চারটির সঙ্গে অন্যান্য জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন জড়িত বলে জানান শিল্পমন্ত্রী।
Discussion about this post