পালিয়ে যাওয়ার সাতদিন পরেও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফারুক ওরফে খোরশেদকে (৪০) গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নজরুলজয়ন্তী উপলক্ষে পুলিশের ব্যস্ততা ছিলো। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন শেষ হলে পলাতক ওই আসামি ধরতে অভিযান শুরু হবে। তবে ওই আসামির বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে।
জানা যায়, জেলার ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের ফারুক ওরফে খোরশেদ ঢাকার জিআরপি থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ত্রিশাল উপজেলার একটি হত্যা মামলারও আসামি তিনি।
সোমবার (২৩ মে) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে এবং মাদক মামলার আসামি শাহীনকে (৩০) কমিউটার ট্রেনে ময়মনসিংহে আনা হচ্ছিলো।
ওই সময় শৌচাগারে যাওয়ার কথা বলে রাত ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা রেলপথের ত্রিশালের ধলা রেলস্টেশনের পাশে জামতলা এলাকায় ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায় খোরশেদ। এ সময় তার পায়ে ডাণ্ডাবেড়ি ও হাতে হ্যান্ডকাপ ছিলো বলে ওই সময় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে জানিয়েছিলেন রাজারবাগ পুলিশ লাইনের নায়েক শাহ আলম।
ঘটনার পর পরই ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, তদন্ত রিপোর্ট ইতোমধ্যেই জমা দেওয়া হয়েছে।
দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহেলার কারণেই ঘটনাটি ঘটেছে বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়।




Discussion about this post