বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ায় দিনাজপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আহসানুল হক এই আদেশ জারি করেন।
দিনাজপুর কোর্ট পুলিশ আবু সাঈদ আহমেদ জানান, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে
বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানকে নিয়ে কটূক্তি করেন তারেক রহমান। এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর দিনাজপুর জেলা
ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এর আগে সমন জারি করেছিলেন আদালত। বুধবার একই মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।



Discussion about this post