
স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকে কেন্দ্র করে করে নার্সদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ চাওয়া হয়।
বৃহস্পতিবার (০২ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।
রিটে স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, সাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ডিএমপি কমিশনার ও ধানমন্ডি থানার ওসিকে বিবাদী করা হয়েছে।
আগামী সপ্তাহে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহম্মদ ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চে রিটে আবেদনের শুনানির কথা রয়েছে।
নার্সদের দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়ে রিট আবেদনে বলা হয়, নার্সদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বহিরাগতও অংশ নিয়েছে। এই বহিরাগতরা কারা তা খুঁজে বের করতে আবেদন নির্দেশনা চাওয়া হয়।




Discussion about this post