কর ফাঁকি মামলায় ফুটবল তারকা লিওনেল মেসির সাড়ে বাইশ মাস জেল এবং জরিমানা দাবি করলেন সরকার পক্ষের আইনজীবীরা। স্পেনে শুরু হওয়া এই মামলার শুনানির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার স্বয়ং মেসি এবং তার বাবা হাজির হয়েছিলেন আদালতে।
মেসির আইনজীবীরা দাবি করেন বার্সেলোনার সঙ্গে তার চুক্তি নিয়ে করের বিষয়টি মেসি কিছুই জানতেন না। এই বিষয়ে তিনি সম্পূর্ণ নির্দোষ। যদিও সরকার পক্ষের আইনজীবীরা দাবি করেন ব্রাজিল এবং উরুগুয়ের একাধিক ভুয়ো কোম্পানির মাধ্যমে মেসি প্রায় ৬ কোটি ডলার কর ফাঁকি দিয়েছেন।
যদিও মেসির দোষী প্রমাণিত হলেও জেলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ স্পেনে প্রথম অপরাধের ক্ষেত্রে দু’বছরের কম কারাদন্ড হলে অধিকাংশ ক্ষেত্রেই ভুল সংশোধনের জন্য ছেড়ে দেয়া হয়।
এই শুনানির দিকে তাকিয়ে রয়েছে আর্জেন্টিনাও। ৬ জুন শতবর্ষের কোপার প্রথম ম্যাচে আর্জেন্টিনার সামনে গতবারের চ্যাম্পিয়ন চিলি। মেসি বিশেষ বিমানে উড়ে যাবেন সেই ম্যাচে অংশ নিতে।
– See more at: http://www.dailynayadiganta.com/detail/news/124294#sthash.Z9eUMwaw.dpuf




Discussion about this post