অবশেষে মন্ত্রীত্ব থেকে সড়ে দাঁড়ালেন ভারতের মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী একনাথ খডস। বেশ কিছুদিন ধরেই তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছিলো।
শনিবার (০৪ জুন) সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিসের সঙ্গে এক বৈঠকের পর তিনি মন্ত্রীত্ব থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো ।
এর আগে আম আদমি পার্টি অভিযোগ করে জানায়, একনাথ নিজের পদের অপব্যবহার করে জমি-কেলেঙ্কারিতে নাম লিখিয়েছেন। এছাড়া মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার যোগযোগ হতো বলে অভিযোগ ছিলো।




Discussion about this post