জঙ্গী দমনের জন্য শুক্রবার থেকে পুলিশের যে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে তাতে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে আটক করা হয়েছে।
পুলিশ এক বিজ্ঞপ্তিতে বলেছে, এদের মধ্যে জঙ্গী সন্দেহে ৪৮ জনকে আটক করা হয়েছে।
আর এই নিয়ে পুলিশের অভিযানে আটককৃত অভিযুক্ত জঙ্গীর সংখ্যা দাড়ালো ৮৫ জনে। এর আগে পুলিশ জঙ্গী সন্দেহে ৩৭ জনকে আটক করে।
সারা বাংলাদেশে শুক্রবার শুরু হওয়া অভিযানের প্রথম দিনেই অন্তত নয়শোজনকে আটক করা হয়। তবে আজ পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এরপর থেকে এখন পর্যন্ত এই অভিযানে আটকের সংখ্যা প্রায় পাঁচ হাজার।
পুলিশ বলছে, জঙ্গী এবং সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে যে তালিকা রয়েছে, তার ভিত্তিতে এই অভিযানে আটক করা হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা




Discussion about this post