ঢাকা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের আগমন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার শাখার উদ্যোগে নবীনদেরকে স্বাগত জানানো ও সংগঠনের সদস্যভূক্তির জন্য ক্যাম্প চালু করেছে আজ রবিবার দুপুরে।
ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর পি.পি. এডভোকেট আবদুল্লাহ আবু । সংগঠনের ঢাকা বার শাখার সভাপতি এডভোকেট শেখ হেমায়েত হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট এ.কে.এম.আমিন উদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এডভোকেট কাজী মোঃ নজীব উল্লাহ হিরু, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুর রহমান হাওলাদার, সংগঠনের ঢাকা বার শাথার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মোখলেছুর রহমান বাদল, সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মুন্সী ফখরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদের সদস্য সচিব এডভোকেট মোঃ মাহফুজুর রহমান লিখন ও নবীনদের মধ্যে এডভোকেট মোঃ মহিউদ্দিন চৌধুরী শরিফ সহ অনেকে । অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এডভোকেট আলহাজ্ব আবদুল বাতেন।
সংবাদ বিজ্ঞপ্তি




Discussion about this post