রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ভেতরেই উৎপাদিত হচ্ছে বিভিন্ন ধরনের মৌসুমী সবজি। কারাগারের বন্দি এবং মুক্তিপ্রাপ্তরা চাষ করছেন এই সবজিগুলো। তাদেরকে আরো উৎসাহিত করতে পারিশ্রমিকও দিচ্ছেন জেল কর্তৃপক্ষ।
উৎপাদিত সবজিগুলোর বেশীরভাগই থাকে বন্দিদের খবার তালিকায়। সংশ্লিষ্টরা বলছেন, এতে প্রতিবছর ১০-১২ লাখ টাকা ব্যয় কমছে সরকারের।
শহরতলীর উরশী উড়ায় ১৭ একর জমির ওপর ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। প্রথম শ্রেণীর এই কারাগারে এখন মোট বন্দীর সংখ্যা ১০৯৮। এদের মধ্যে নারী বন্দি ৫১ জন। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রমসহ বন্দিদের সাথে থাকা শিশুদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা রয়েছে এই কারাগারে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা এমন উৎপাদনমুখী কাজের মাধ্যমে অর্থনীতিকে আরো এগিয়ে নিতে উদ্যোগ নেবে সরকার। সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর টিভি




Discussion about this post