অভিযোগ পত্র কি?
কোন আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর বা ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশ পাবার পর তদন্তকারী পুলিশ কর্মকর্তা অপরাধের তদন্ত শুরু করেন। উক্ত তদন্তের পর পুলিশ অফিসার ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারার বিধান অনুসারে আদালতে একটি প্রতিবেদন পেশ করেন। প্রাথমিকভাবে যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে আসামীর বিরুদ্ধে আদালতে যে প্রতিবেদন প্রদান করা হয় তাকে অভিযোগ পত্র বা চার্জশিট বলা হয়।

এর বিস্তারিত আলোচনায় আসামীদের ও সাক্ষীদের নাম, ঠিকানা, অপরাধের প্রকৃতি, ধৃত ও পলাতক আসামীর সংখ্যা, আসামী অন্য আরো কোন মামলার সাথে জড়িত আছে কি না ইত্যাদির উল্লেখ থাকে। অর্থাৎ অভিযোগপত্রে মামলার সাথে আসামীকে জড়িয়ে বা আসামীর সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমান প্রদান করা হয়।
অভিযোগ পত্র (Charge Sheet) কাকে বলে?
অভিযোগ পত্র (Charge Sheet) কাকে বলে এর উত্তর খুঁজতে গেলে সাধারন যে উত্তর টি আসে তা হল এটি একটি দলিল। মামলা এবং মামলার গতিবিধি নিরুপন এবং অগ্রগতি অনুসন্ধান এর একটি অন্যতম প্রামাণ্য দলিল এটি। এর উপর ভিত্তি করে মামলা সামনের দিকে পরিচালিত হয়ে থাকে। চার্জশিট প্রদানে দায়িত্ত্বরত কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা ডিপার্ট্মেন্ট এ এটি দাখিল করে থাকেন।
প্রধান বেশ কয়েকটি কারণ নিয়ে নিম্নে আলোচনা করা হলঃ
- ১) অভিযোগপত্র দাখিলের অন্যতম একটি কারন হল, মামলার সার্বিক গ্রহনযোগ্যতা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ এটি মামলার একটি অন্যতম অংশ হিসেবে সর্বদা কাজ করে থাকে।
- ২) এটি একটি বাস্তব দলিল হিসেবে মামলার তদারকি এবং কার্যকারীতা মূল্যায়নে কাজ করে থাকে।
- ৩) অভিযোগ পত্র (Charge Sheet) কাকে বলে এর উত্তর প্রদানে এটি স্বকীয়ভাবে ভুমিকা পালন করে থাকে। কারণ এটি আইনের একটি অন্যতম প্রামাণ্য দলিল হিসেবে ক্ষেত্রবিশেষে কাজ করে থাকে।
- ৪) মামলার ভবিষ্যৎ অগ্রগতি নির্ধারনে এটি অসামান্য ভুমিকা পালন করে থাকে।
- ৫) এটি আসামীর আইনি ভাগ্য নির্ধারনেও কাজ করে থাকে। কারন এর প্রতিবেদন এর উপর মামলার পরবর্তী করনীয় নির্ধারিত হয়ে থাকে।
- ৬) এর মাধ্যমে মামলার সাথে জড়িত বাদী বিবাদী উভয় পক্ষই সামনের দিকে অগ্রসরমান হওয়ার সিদ্ধান্ত পেয়ে থাকে।
এসকল বিষয় ছাড়াও চার্জশীট একটি মামলাকে সামনের দিকে অগ্রসরমান করতে এবং গতিশীল করে তুলতে ব্যাপক ভুমিকা পালন করে থাকে। আইন এবং আইনের বিস্তারিত ধারনা আমদের আইনী জটিলতা থেকে সমাধান দিয়ে থাকে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।
Discussion about this post