কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের মুখোশ খুলে জনসম্মুখে তার আসল চরিত্র প্রকাশ করে দেবে বলে হুমকি দেয়া হয়েছে।
শনিবার বিকেলে ০১৭৫৬৮১৭২৬৯ নম্বর থেকে সাংবাদিক এক ক্ষুদেবার্তায় এ হুমকি দেয়া হয়।
এ প্রসঙ্গে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ‘যে এসমএসটা এসেছে সেটির মাধ্যমে একজন সাংবাদিক পরিচয়ে আমাকে হুমকি দেয়া হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি ‘
একজন আসামিকে যশোর জেলে পাঠানোর পরিপ্রেক্ষিতে এ হুমকি দেয়া হয়েছে বলে ক্ষুদে বার্তাটিতে উল্লেখ করা হয়েছে।




Discussion about this post