গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে খুনের দায়ে বিক্রম চন্দ্র সরকার নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে স্কুলের গেটে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে ওই স্কুলছাত্রীকে খুন করে বিক্রম।
রোববার (১৯ জুন) সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ আদেশ দেন।
আদেশ শুনতে আদালত প্রাঙ্গণে এসেছিলেন কবিতার বন্ধু-বান্ধবরাও। বিচারকের আদেশের সময় দণ্ডপ্রাপ্ত আসামি বিক্রম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতে এজলাসে প্রবেশের সময় আসামিকে প্রলাপ বকতে শোনা গেছে। সবাইকে উদ্দেশ করে তিনি বলতে থাকেন, ‘আমি ফাঁসি চাই, ফাঁসি চাই।’ আবার বের হয়ে সবার দিকে হাতজোড় করে নানান কথা বলতে থাকেন তিনি।
মামলার এজাহার থেকে জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া থানাধীন রামরাবন এলাকার সাগর চন্দ্র মনি দাসের মেয়ে নিহত কবিতা মনি দাস কালিয়াকৈরের বিজয় স্বরণী উচ্চ বিদ্যালরে দশম শ্রেণির ছাত্রী ছিল। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ছোট কাঞ্চনপুর গ্রামের রামপদ মনি দাসের ছেলে বিক্রম বিভিন্ন সময় কবিতাকে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে অভিভাবকদের কাছে অভিযোগ দেয়ার পর বিক্রমকে শাসন করা হয়।
এ কারণে ক্ষিপ্ত হয়ে গত বছরের ১৩ অক্টোবর কবিতা বিদ্যালয়ে দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে যাবার পথে গেটের সামনে গেলে বিক্রম তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক কবিতাকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা বিক্রমকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ আদালতে অভিযোগ পত্র দেয়। আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আজ এ রায় ঘোষণা করেন।




Discussion about this post