কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম বলেছেন, আমরা গরীব বলেই কি মেয়ের হত্যার বিচার পাবো না। আজ তনু হত্যাকাণ্ডের তিন মাস পূর্ণ হল কিন্তু বিচারের কোন অগ্রগতি নেই।
সোমবার (২০ জুন) দুপুর ১২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরের সামনে কুমিল্লা গণজাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
তনুর মা বলেন, তনু নিহত হওয়ার পর সেনাবাহিনী আমার বাসা থেকে তনুর সব স্মৃতি নিয়ে গেছে। ওরা তনুর ডায়রি, ছবির সব অ্যালবাম নিয়ে গেছে। এখন তনুর বিচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা মেয়ের হত্যার বিচার দাবি করছি। এসময় অচিরেই তনুর ঘাতকদের বিচারের আওতায় আনার দাবি জানান তনুর মা।
এ সময় তনুর ভাই আনোয়ার হোসেন সোহাগসহ কুমিল্লা কমিউনিস্ট পার্টি, মুক্তিযোদ্ধা, কুমিল্লা গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি কালভার্টের পাশের ঝোপ থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়।




Discussion about this post