গণভোটে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার রায় দেয়ার পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর শুক্রবার (২৪ জুন) ভোরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত ভাষণে ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রীর পদ থকে পদত্যাগের ঘোষণা দেন। ব্রিটেনের ইইউতে থেকে যাওয়ার পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন তিনি।
নিজের বক্তব্যে ক্যামেরন বলেন, ব্রিটিশ জনগণের মনোভাবকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে।
বৃহস্পতিবার (২৩ জুন) অনুষ্ঠিত গণভোটের ফলাফলে এক কোটি ৭৪ লাখ ১০ হাজার ভোটার (৫১ দশমিক ৯ শতাংশ) ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেন। অপরদিকে ‘ব্রেক্সিট’ বলে অভিহিত ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ক্যাম্পেইনের বিপক্ষে ভোট দেন ১ কোটি ৬১ লাখ ৪১ হাজার ভোটার (৪৮ দশমিক ১ শতাংশ)। ব্রিটেনজুড়ে ভোট পড়ার হার ছিলো ৭২ শতাংশ।
Discussion about this post