নগরীর পাহাড়তলী থানার হোটেল পার্ক ইনে দুই সন্তানের জননী এক মধ্যবয়সী নারী ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার (২৪ জুন) সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই বিশেষ অভিযান চালিয়ে সকাল নয়টার দিকে পুলিশ সরাইপাড়ার আবুল কালামের ছেলে ধর্ষক জাহাঙ্গীর আলমকে (৩৬) গ্রেফতার করেছে। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত জাহাঙ্গীরের বিরুদ্ধে ডবলমুরিং থানায়ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে বাসে চট্টগ্রাম আসেন দুই সন্তানের জননী ওই নারী। তিনি ঈদগা বৌবাজার যাওয়ার উদ্দেশ্যে অলংকার মোড়ে নামেন। ইতিমধ্যে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হোটেল পার্ক ইনে যান তিনি। সেখানে ম্যানেজার ছিলেন তার খালাত ভাই।
তিনি ম্যানেজারকে টয়লেটে যাওয়ার কথা বললে ১০১ নম্বর কক্ষের চাবিটি দেন। এরপর টয়লেট সেরে দেখেন বৃষ্টি হচ্ছে। তখন তিনি ম্যানেজারকে একটি রিকশা ডেকে দিতে বলেন। ম্যানেজার একটি রিকশা ডেকে যখন ওই নারীর কাছে যান তখন সেখানে আসেন জাহাঙ্গীর। তিনি ম্যানেজারকে গালাগালি করেন এবং একটি কক্ষে বন্দি করে রাখেন। এরপর ওই নারীকে ধর্ষণ করেন। ঘটনার পর ওই নারী থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে।
Discussion about this post