ব্যাংকিং খাতের লুটপাটকে সাগর চুরি বলে অভিহিত করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেছেন, লুটপাটের সঠিক তথ্য দেওয়ার জন্য বিরোধী দলের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
শনিবার (২৫ জুন) সকালে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন জাপা মহাসচিব।
এসময় তিনি নিজ দলের সদস্য ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সমালোচনা করেন।
তিনি মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আমার এলাকা পটুয়াখালী সদরে নদী ভাঙন রোধে কাজ করা হয়নি। পানি সম্পদ মন্ত্রীকে ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরিয়ে আনার পরেও উনি কোনো পদক্ষেপ নেননি। মন্ত্রী বসে আছেন কোনো! আমি ব্যক্তি আনিসুল ইসলাম মাহমুদের সমালোচনা করছি না, সরকারকে বলছি।
রুহুল আমিন হাওলাদার আরও বলেন, প্রস্তাবিত বাজেটকে উচ্চ বিলাসী বলা হচ্ছে। আমি বলবো যার উচ্চ বিলাস-কল্পনা নেই, সে কিছুই দিতে পারে না।
বাজেটে অবশ্যই রাজনৈতিক দর্শনের প্রতিফলন থাকতে হবে। তবে এই বাজেট অনেক বেশি উচ্চ বিলাসী। এক দিকে ঘাটতি, আরেক দিকে উচ্চ বিলাস। এই দু’টাকে কিভাবে সমন্বয় করে সমতা আনবেন- সে বিষয়ে কোনো দিক নির্দেশনা বাজেটে নেই। যদিও ব্যবসায়ী সমাজ, যুব সমাজ এই বাজেটকে স্বাগত জানিয়েছে, যোগ করেন তিনি।
জাপা মহাসচিব বলেন, ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে। এটাকে অনেকে বলে পুকুর চুরি। অর্থমন্ত্রী অবশ্য বলেছেন, ‘সাগর চুরি’ হয়েছে। সঠিক তথ্য দেওয়ার জন্য বিরোধী দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। যে বাজেট উপস্থাপন করা হয়েছে। তা রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক শৃঙ্খলা আনতে পারলেই বাস্তবায়ন ও ঘাটতি পূরণ করা সম্ভব হবে।
তিনি জাতীয় পার্টির সময়কার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জাতীয় পার্টি যখন সরকারে ছিলো, তখন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে গ্রাম পর্যায়ে উন্নয়ন করা হয়েছিলো। হুসেইন মুহাম্মদ এরশাদ উন্নয়নের যাত্রা শুরু করেন। তিনি এ দেশের মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবেন।




Discussion about this post