পাবনায় গ্রেনেডসহ আটক হওয়া জামাতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য মানিক হাসান বাবুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৬ জুন) দুপুর ১২টায় পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজিমুদ্দৌলা এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেদী হাসান সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের নিজ বাড়ি থেকে তিনটি গ্রেনেডসহ মানিককে আটক করে পুলিশ। পরে তাকে পাবনা সদর থানায় একটি বিস্ফোরক আইনে ৮/৪ ধারায় একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
রোববার তাকে পাবনা আমলি আদালত-১ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।




Discussion about this post