গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রোববার (২৬ জুন) সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শন করেন তিনি।
এরআগে প্রধান বিচারপতি সকাল সোয়া ৯টার দিকে কারাগারে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি কারাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন ও বন্দিদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি বলেন, একজন বিচারপতিকে বিচার করতে অনেক কিছু বিবেচনা করতে হয়। আমাদের জেল কোড অনেক পুরাতন। এটা নিয়ে ব্রিটিশ আমলে অনেক জগাখিঁচুড়ি হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে এক ধরনের বিভ্রান্তি রয়েছে। এটা নিয়ে অপব্যাখ্যাও রয়েছে। যাবজ্জীবন অর্থই হলো যাবজ্জীবন।
সুরেন্দ্র কুমার সিনহা আরও বলেন, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, যুদ্ধাপরাধীসহ অনেক মামলার রায় আমি দিয়েছি। বঙ্গবন্ধু হত্যা মামলায় কিছু ত্রুটি ছিলো। সেগুলো আমি সংশোধন করতে পেরেছি। জেল হত্যা মামলা দুঃখজনক হলেও সত্যি, আমি একাই ডিসেনটিং রায় দিয়েছিলাম। সেখানে ষড়যন্ত্র ছিলো, প্রমাণিত হলো। ষড়যন্ত্রের জন্য তাদের শাস্তি হলো না, আমি স্তম্ভিত হলাম। পরিকল্পিতভাবে হত্যার জন্য যারা পরিকল্পনা করেছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত।
এসময় তার সঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারুজ্জামান, জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Discussion about this post