জেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের প্রতিবন্ধী চাচাতো বোনকে খুন করেছে ভাই আফাং মৃধা। বুধবার বিকেলে সদর উপজেলার নলটোনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুর ১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান জেলা পুলিশ সুপার বিজয় বসাক।
পুলিশ সুপার বলেন, ‘গতকাল বিকেলে প্রতিবন্ধী কিশোরী শিরিন খুন হওয়ার পরে পরিবারের বেশ কিছু সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য রাতে সদর থানায় নিয়ে আসা হয়। এদের মধ্যে খুন হওয়া শিরিনের চাচাতো ভাই আফাং মৃধা স্বীকার করেন জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে তিনি এ খুন করেন।’
বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরিবারে অন্য কোনো সদস্য এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে কিনা সে বিষয় তদন্ত চলছে বলেও জানান তিনি।
এর আগে বুধবার রাতে খুন হওয়া প্রতিবন্ধী শিরিনের মা সালেহা বেগম অজ্ঞাতনামায় বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Discussion about this post