বিডিলনিউজ: সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) মৃত্যুদণ্ডের রায়ের খসড়া কপি ফাঁসের ঘটনায় গ্রেপ্তারকৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী সিএমএম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে ।মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়া আসামির জবানবন্দি রেকর্ড করছেন।
গত ৫ অক্টোবর নয়ন আলীকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ সালাম ৮ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। পাঁচ দিনের মাথায় আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করেন। গত ৪ অক্টোবর নয়ন আলীকে আটক করে গোয়েন্দা পুলিশ ।
Discussion about this post