বিডিলনিউজ: আদালতের কর্মচারীর কাছ থেকে নথি ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় আটক হয়েছেন বিতর্কিত আইনজীবী আনোয়ার গাজী। গত সোমবার শহরের চেয়ারম্যান ঘাটের আনোয়ার গাজীর চেম্বার থেকে পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, আইনজীবী আনোয়ার গাজীর বিরুদ্ধে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসিমকে প্রকাশ্যে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, সরকারি কর্মকর্তাকে আক্রমণ, মামলার নথি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী সাইফুল ইসলাম বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর চাঁদপুর মডেল থানায় মামলা করেন।
এ মামলায় আনোয়ার গাজীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত সোমবার বিকেলে তাকে তার চেম্বার থেকে পুলিশ আটক করে। পরে তাকে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, এ ধরনের ঘটনায় ওই আইনজীবী বেশ কয়েক মাস জেল খেটেছেন এবং তাকে চাঁদপুর আইনজীবী সমিতি থেকে বহিষ্কার
করা হয়।
Discussion about this post